the editors logo
সোমবার , ৩১ জুলাই ২০২৩ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তুজলপুর ট্রলি মালিক-শ্রমিক সমিতির উদ্যোগের গাছের চারা বিতরণ

প্রতিবেদক
the editors
জুলাই ৩১, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুরে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায় তুজলপুর কৃষক ক্লাব চত্বরে তুজলপুর ট্রলি মালিক- শ্রমিক সমিতির আয়োজনে ও কৃষক ক্লাবের সহযোগিতায় এসব গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ট্রলি মালিক-শ্রমিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাশেম, ট্রলি মালিক-শ্রমিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুকুর আলী প্রমুখ।

এসময় উপস্থিত সকলের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং গাছের চারা হাতে নিয়ে গাছ লাগানো এবং দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সন্ত্রাস বিরোধী কর্মকান্ড পরিহার করার শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক মো. ইয়ারব হোসেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!