ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। তবে, ছুটিকালীন সময়ে খোলা থাকবে ইমিগ্রেশন। ফলে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশ জানায়, ঈদের ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। অর্থাৎ, যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ২৮ মার্চ (শুক্রবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি, সাপ্তাহিক ছুটি ও সরকারের নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে টানা নয়দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।