সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে নিরাপদ খাদ্যের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
the editors
অক্টোবর ১৬, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ

বিলাল হোসেন: ‌নিরাপদ খাদ্যের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

সোমবার (১৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক খাদ্য দিবস উপলক্ষে ‘খাদ্যের সার্বভৌমত্ব ফিরিয়ে দাও’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রিসোর্স
সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর সহায়তায় উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির আহবানে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময়ে উপকূলীয় মানুষ ‘সকল প্রাণীর জন্য নিরাপদ খাদ্য চাই, ‘খাদ্যই কথা, খাদ্যই পুষ্টি’, ‘খাদ্যমান জীবন বাঁচায়’ প্রভৃতি স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে নিরাপদ খাদ্যের দাবিতে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ গাজী, জনসংগঠন সমন্বয় কমিটির সদস্য অল্পনা রানী মিস্ত্রি, কৌশল্যা মুন্ডা প্রমুখ।

বক্তারা বলেন, যেখানে শিশু খাদ্যের নিরাপত্তা নেই, সেখানে সকলের খাদ্য নিরাপত্তা দিবাস্বপ্ন মাত্র। মৌলিক অধিকার হিসেবে আমরা খাদ্যের নিরাপত্তা চাই। ভেজাল মিশ্রিত খাবার গ্রহণের ফলে লক্ষ লক্ষ মানুষ নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে। অর্থাভাবে চিকিৎসার অভাবে তারা ধুকে ধুকে মরছে। এর থেকে পরিত্রাণ চাই।

বক্তারা খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্যের জন্য যথাযথভাবে আইন প্রয়োগের দাবি জানান।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!