বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ২৭, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার শহরের স্টেডিয়াম সংলগ্ন প্রান্তিক কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।

সভায় প্রবীণ সাংবাদিক ও দৈনিক কালেরচিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা সংবাদদাতা শামীম পারভেজের সঞ্চালনায় অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, পত্রদূত সম্পাদক লাইলা পারভীন সেজুতি, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমন, সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, বর্ণমালা একাডেমির পরিচালক শামীমা পারভীন রতœা, কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী, বণিক বার্তার গোলাম সরোয়ার, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, কালের কণ্ঠের মোশারফ হোসেন, এখন টিভির আহসান রাজীব, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, সংবাদ প্রকাশের রিজাউল করিম, বার্তাটুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায়, হৃদয় বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।

বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও দেশগঠনে ইতিবাচক ভূমিকা পালন করে দর্শক শ্রোতার আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!