মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় ২৭০টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

প্রতিবেদক
the editors
অক্টোবর ১০, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৭০টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া নগদ ৩ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এসব মোবাইল ও টাকা মালিকদের কাছে হস্তান্তর করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, আগস্ট ও সেপ্টেম্বর মাসে পাওয়া অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেসটিগেশন সেলের তৎপরতায় ২৭০টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। #

১০.১০.২০২৩

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!