ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৭০টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া নগদ ৩ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এসব মোবাইল ও টাকা মালিকদের কাছে হস্তান্তর করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগস্ট ও সেপ্টেম্বর মাসে পাওয়া অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেসটিগেশন সেলের তৎপরতায় ২৭০টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। #
১০.১০.২০২৩