সোমবার , ২৯ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

প্রতিবেদক
the editors
মে ২৯, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ‘দেশ প্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মে) দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পাঠ কক্ষে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি মুর্শিদা আক্তার, সদস্য মো. এছাহক আলী, অধ্যাপক মো. রেজাউল করিম, রেবেকা সুলতানা, মো. আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ।

অনুষ্ঠানে বিচারকের হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্যাস্থ শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!