বুধবার , ৩১ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ঠিকমত অফিস করেন না শ্যামনগরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা!

প্রতিবেদক
the editors
মে ৩১, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ

বিলাল হোসেন: দুর্ঘটনায় আহত হওয়ার চার মাস পেরুলেও ঠিকমত অফিস করছেন না সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত৷ এতে তার অফিসের দৈনন্দিন কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ভোগান্তির শিকার হচ্ছে সেবা প্রার্থীরা।

অভিযোগ, টানা ৭ দিন অফিসে গিয়েও তাকে পাওয়া যাচ্ছে না। তিনি যে অফিস করেন না এটা নতুন কোনো কথা নয় বলে জানিয়েছেন অফিসের সহকারীরা ৷

জানা গেছে, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত এভাবে অফিস ফাঁকি দিয়ে প্রায় পরিবারের সাথে সময় কাটাতেন ৷ এরই মধ্যে গত ৫ ফেব্রুয়ারি তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৷ এর চার মাস পেরুলেও এখনো অফিসে নিয়মিত হননি তিনি। দুর্ঘটনার আগে যেভাবে অফিস করতেন, দুর্ঘটনার অজুহাতে সেটা পাকাপক্ত হয়েছে।

শিক্ষা অফিস সূত্র জানায়, তিনি নিজের খেয়াল খুশিমত অফিস করে থাকেন ৷ বিষয়টি সম্পর্কে শুধু উপজেলা নয়, জেলা প্রশাসনও অবগত আছে ৷

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, প্রায় সময় অফিসে গিয়ে বসে থাকতে হয় ৷ তার অবর্তমানে অফিস সহায়ক দিয়ে কাজ মেটাতে হয় ৷ স্বাক্ষর নিতে বাসায় যেতে হয় ৷ আমরা খুবই হয়রানি হচ্ছি ৷ কিন্তু দেখার কেউ নেই ৷

এ প্রসঙ্গে জানতে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারতের মোবাইলে ফোন করলে তার স্ত্রী ফোন রিসিভ করে তিনি অসুস্থ বলে জানান ৷

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বলেন, আমি এরকম অভিযোগ আগেও শুনেছি ৷ বিষয়টি দেখা হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!