বিলাল হোসেন: দুর্ঘটনায় আহত হওয়ার চার মাস পেরুলেও ঠিকমত অফিস করছেন না সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত৷ এতে তার অফিসের দৈনন্দিন কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ভোগান্তির শিকার হচ্ছে সেবা প্রার্থীরা।
অভিযোগ, টানা ৭ দিন অফিসে গিয়েও তাকে পাওয়া যাচ্ছে না। তিনি যে অফিস করেন না এটা নতুন কোনো কথা নয় বলে জানিয়েছেন অফিসের সহকারীরা ৷
জানা গেছে, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত এভাবে অফিস ফাঁকি দিয়ে প্রায় পরিবারের সাথে সময় কাটাতেন ৷ এরই মধ্যে গত ৫ ফেব্রুয়ারি তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৷ এর চার মাস পেরুলেও এখনো অফিসে নিয়মিত হননি তিনি। দুর্ঘটনার আগে যেভাবে অফিস করতেন, দুর্ঘটনার অজুহাতে সেটা পাকাপক্ত হয়েছে।
শিক্ষা অফিস সূত্র জানায়, তিনি নিজের খেয়াল খুশিমত অফিস করে থাকেন ৷ বিষয়টি সম্পর্কে শুধু উপজেলা নয়, জেলা প্রশাসনও অবগত আছে ৷
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, প্রায় সময় অফিসে গিয়ে বসে থাকতে হয় ৷ তার অবর্তমানে অফিস সহায়ক দিয়ে কাজ মেটাতে হয় ৷ স্বাক্ষর নিতে বাসায় যেতে হয় ৷ আমরা খুবই হয়রানি হচ্ছি ৷ কিন্তু দেখার কেউ নেই ৷
এ প্রসঙ্গে জানতে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারতের মোবাইলে ফোন করলে তার স্ত্রী ফোন রিসিভ করে তিনি অসুস্থ বলে জানান ৷
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বলেন, আমি এরকম অভিযোগ আগেও শুনেছি ৷ বিষয়টি দেখা হবে।