শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মোংলায় পর্যটকবাহী বোট ডুবি!

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবনের পশুর নদে পর্যটকবাহী একটি জালি বোট উল্টে গেছে। পরে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা দুর্ঘটনাকবলিত বোটের ১৩ পর্যটককে উদ্ধার করেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মোংলা পিকনিক কর্নার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেরপুরের গাংনী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর কবিরের নেতৃত্বে ১৩ জনের একটি পর্যটক দল সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলা বন্দরের পিকনিক কর্নারে আসে। সকালে পর্যটকরা সেখান থেকে জালি বোটে করে সুন্দরবনের করমজল ইকো পার্ক ও কুমির প্রজনন কেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন।

বোটটি নদের মোহনায় গেলে পর্যটকরা অসাবধানতাবশত বোটের ছাদের একপাশে চলে যান। এতে বোটটি উল্টে যায়। এ সময় আশপাশে অবস্থানরত অন্যান্য ট্যুরিস্ট বোটের চালক ও ট্যুরিস্ট পুলিশ তাদের উদ্ধার করেন।

পর্যটকরা সবাই সুস্থ আছেন বলেও জানান ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!