ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি’র ০৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক। এছাড়া বিএসএফ এর ০৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফের ১১২ ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট চন্দ্র শেখর।
বৈঠকে সীমান্ত গলিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য পাচার রোধসহ সীমান্ত অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ’র জিরো টলারেন্স ভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়।