বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

রাজনৈতিক অস্থিরতার সময়ে সাহসী ‘জননেতা’ শামীম হাসান!

প্রতিবেদক
shimulsheikh862@gmail.com
জানুয়ারি ৭, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: একজন প্রকৃত ‘জননেতা’ আমাদের মানসপটে যে রূপে কল্পিত ঠিক তেমনি-ই নাট্যরূপ নিয়ে এবার হাজির হয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। নতুন নাটক ‘জননেতা’য় এমন রূপে দেখা মিলবে তার।

বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে একজন অদম্য সাহসী ‘জননেতা’ রানা রহমান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। অবহমান বাংলার গ্রামীণ আবহে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক বর্ণনাথ।

নির্মাতা বলেন, ঘুনে ধরা কিংবা পচেঁ যাওয়া এই সামাজিক বেড়াজালে একজন আপোষহীন রানা রহমান আমাদের জন্য কতটা জরুরি নাটক ‘জননেতা’ তার উজ্জ্বল দৃষ্টান্ত! যে কিনা নীতির প্রশ্নে নিজের স্ত্রী, শ্বশুর এবং শ্যালকের মতো বদ লোকদের সঙ্গে কখনও মনস্তাত্ত্বিক কখনও সম্মুখ যুদ্ধ জিতে দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

তিনি যোগ করেন, নাটকে চেয়ারম্যানের স্ত্রী রাইসার চরিত্রে সামান্তা পারভেজ দারুণভাবে নিজেকে উপস্থাপন করেছে এবং একই সঙ্গে গল্পের শক্তি বাড়িয়েছে। অন্যদিকে, শ্বশুর-শ্বাশুরি চরিত্রে হান্নান শেলী ও রেশমা আহমেদের চৌকস অভিনয় জননেতাকে দারুণভাবে সময়োপযোগী করে তুলেছে। আশা করছি, নাটকটি দর্শকদের পছন্দ হবে।

আর জি ড্রামা প্রযোজিত নাটকটি একই নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ৮ জানুয়ারি। বর্তমান সময়ের বাস্তব বিষয় নিয়ে নির্মিত এই নাটক দর্শককে ভীষণভাবে আলোড়িত করবে বলে বিশ্বাস করেন নাটকের পরিচালক এবং প্রযোজক।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/theeditors.net/public_html/wp-includes/formatting.php on line 4705