বুধবার , ২১ জুন ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আম উৎপাদন ও রপ্তানিতে বিগত বছরের রেকর্ড ভাঙলো সাতক্ষীরা

প্রতিবেদক
the editors
জুন ২১, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: চলতি মৌসুমে আম উৎপাদন ও রপ্তানিতে বিগত বছরের রেকর্ড ভেঙেছে সাতক্ষীরা।

সূত্র মতে, ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে এ জেলায় চলতি মৌসুমে আম উৎপাদন হয়েছে ৬৮ হাজার মেট্রিক টন। যেখানে গত মৌসুমে সাতক্ষীরায় আম উৎপাদন হয়েছিল ৫১ হাজার মেট্রিক টন।

একইভাবে ২০১৫ সালে সাতক্ষীরা থেকে আম রপ্তানি শুরু হওয়ার পর চলতি মৌসুমেই সবচেয়ে বেশি আম রপ্তানি হয়েছে। যার পরিমান ১৫৩ টন। বিগত বছরেও এ পরিমান ছিল মাত্র ২১ টন।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আবহাওয়া জলবায়ু ও ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম দেশের অন্যান্য জেলার তুলনায় কয়েক সপ্তাহ আগে পাকে। এছাড়া সাতক্ষীরার হিমসাগর, গোবিন্দভোগ, ল্যাংড়া ও আ¤্রপালি আম স্বাদে গুণে মানে অনন্য। এই বিশেষত্ব কাজে লাগিয়ে ২০১৫ সালে প্রথমবারের মতো সাতক্ষীরার আম বৈদেশিক বাজারে রপ্তানি শুরু হয়।

সূত্র মতে, সাতক্ষীরা থেকে ২০১৫ সালে ২১ টন, ২০১৬ সালে ২৩ টন, ২০১৭ সালে ৩২ টন, ২০১৮ সালে ১৯ দশমিক ৫ টন, ২০১৯ সালে ০১ টন, ২০২১ সালে ১১ দশমিক ৩৬ টন ও ২০২২ সালে ২১ টন আম রপ্তানি হয়। যা চলতি মৌসুমে ১৫৩ টনে উন্নীত হয়েছে। এসব আমের অধিকাংশই রপ্তানি হয়েছে ইতালি, ফ্যান্স, হংকং, যুক্তরাজ্য ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরায় এবার আমের যেমন বাম্পার ফলন হয়েছে, তেমনি রপ্তানিও হয়েছে এযাবতকালের সবচেয়ে বেশি।

তিনি বলেন, প্রথমে কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও তা নিরসন করে সফলভাবে আম রপ্তানি করা গেছে। যদিও এবছর আরও বেশি আম রপ্তানি করা যেত। কিন্তু অন্যান্য জেলার আম বাজারে চলে আসলে ফ্লো কিছুটা কমে যায়।

তবে, আমের বাম্পার ফলন হলেও দাম নিয়ে এখনো হতাশা কাটেনি আম চাষী ও ব্যবসায়ীদের। গত মৌসুমেও সাতক্ষীরার গোবিন্দভোগ, হিমসাগর ও ল্যাংড়া আকার ভেদে ২২শ থেকে ২৮শ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু চলতি মৌসুমে এসব আম ১৪শ থেকে সর্বোচ্চ ১৮শ টাকায় বিক্রি হয়েছে।

এ প্রসঙ্গে সাতক্ষীরা শহরের কাটিয়ার আম বাগান মালিক বিপ্লব ভট্টাচার্য জানান, এবছর সব বাগানে আমের বাম্পার ফলন হয়েছে। তারপরও বাগান মালিক ও ব্যবসায়ীরা লাখ লাখ টাকা লোকসানের সম্মুখীন হয়েছেন। কারণ এবার আমের দাম পাওয়া যায়নি। দুই বিঘা জমির আম পাড়তে যে লেবার লাগে অনেক ক্ষেত্রে তা তোলাই কঠিন হয়ে যায়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!