বৃহস্পতিবার , ২৯ জুন ২০২৩ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি

প্রতিবেদক
admin
জুন ২৯, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ

বেনাপোল সংবাদদাতা : ভারতে চামড়া পাচার ঠেকাতে যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নজরদারিতে আনা হয়েছে বন্দর এলাকাসহ স্থল ও রেলপথ। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল এ তথ্য নিশ্চিত করেন।

আহমেদ হাসান জামিল জানান, কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে বেনাপোল ও শার্শার বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি। যশোরের যে সব সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভাবনা থাকে সেগুলো নজরদারিতে রাখা হয়েছে। যাতে কেউ অবৈধভাবে ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য ঝুঁকিপূর্ণ সীমান্তগুলো চিহ্নিত করে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়