রবিবার , ৫ মার্চ ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে সিডিও’র ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দুই সহস্রাধিক মানুষ

প্রতিবেদক
the editors
মার্চ ৫, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ।

রোববার (৫ মার্চ) শ্যামনগর প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে সাইটসেভার্স ও খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে তারা এই সেবা নেন।

উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টার এই ক্যাম্প আয়োজনে সহায়তা করে।

সকালে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

এসময় সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাকির হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পতিত পবন মন্ডল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দূর্গাপদ মন্ডল, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ১৫ জন চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে গঠিত একটি দল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন।

ক্যাম্পে দুই সহস্রাধিক রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়া চোখের ছানি অপারেশনের জন্য ২৪৭ জন রোগীকে বাছাই করেন চিকিৎসক দলের সদস্যরা।

পর্যায়ক্রমে তিনটি ধাপে খুলনার শিরোমনি চক্ষু হাসপাতলে এসব রোগীর চোখের ছানি অপারেশন করা হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!