সোমবার , ৩১ জুলাই ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পুরানের ব্যাটিং তাণ্ডবে চ্যাম্পিয়ন এমআই নিউইয়র্ক

প্রতিবেদক
admin
জুলাই ৩১, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ওপর তাণ্ডব চালালেন ক্যারিবীয় ব্যাটার নিকোলাস পুরান। আর তাতে ভর করে মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরের শিরোপা জিতলো তাঁর দল এমআই নিউইয়র্ক।

সোমবার ভোরে ফাইনালে সিয়াটল অর্কাসকে ৭ উইকেটে হারায় এমআই। আগে ব্যাট করে ১৮৩ রানের সংগ্রহ পায় সিয়াটল। জবাবে ৩ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় পুরানের দল।

১৮৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুর দিকেই ওপেনার স্টিভেন টেলর বিদায় নিলে হাল ধরেন নিউইয়র্কের অধিনায়ক পুরান। ব্যাট হাতে মাত্র ৫৫ বলে অপরাজিত ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১০টি চার ও ১৩টি ছক্কায় সাজানো ইনিংস খেলে ১৬তম ওভারেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পুরান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা সিয়াটলকে দারুণ শুরু এনে দেন কুইন্টন ডি কক। ৫২ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ক্যারিবীয় উইকেটকিপার-ব্যাটার। ইনিংসটি ৯টি চার ও ৪টি ছক্কায় সাজিয়েছেন তিনি। বাকিরা সেভাবে সঙ্গ দিতে না পারলেও শেষদিকে ৭ বলে ২১ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ পাইয়ে দেন আরেক প্রোটিয়া ক্রিকেটার ডোয়াইন প্রিটোরিয়াস।

বল হাতে ৪ ওভারে ৯ রান খরচে ৩ উইকেট নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!