বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৩১

প্রতিবেদক
the editors
আগস্ট ১০, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ

গাজী মাহিদা মিজান: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১৪ জন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার সরকারি বেসরকারি হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

নতুন রোগীদের মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, দেবহাটায় ২ জন ও কলারোয়ায় ২ জন রোগী ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং বেসরকারী প্রতিষ্ঠানে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৪ জন রোগী। এছাড়া ১৫জনেক অন্যত্র রেফার্ড করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!