ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে আফগানিস্তান জাতীয় ফুটবল দল। আজ অনুশীলন করেছে তারা।
তবে বাংলাদেশের বেশ কিছু ফুটবলারকে নিয়ে চিন্তা করছেন সফরকারী কোচ আবদুল্লাহ আল মুতাইরি। বিশেষ করে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে নিয়ে সতর্ক তিনি।
বাংলাদেশ দল বর্তমানে উন্নতি করছে বলে মনে করেন মুতাইরি। সাফের পারফরম্যান্সের পর বাংলাদেশের প্রতি সকলের ধারণা বদলে গেছে জানিয়ে আফগান কোচ বলেন, ‘বাংলাদেশ ফুটবলে আগের চেয়ে ভালো করছে। সাফে তাদের পারফরম্যান্স সবাই দেখেছে। তারা দারুণ ফুটবল খেলেছে। তবে আমরা জেতার জন্যই এখানে এসেছি। জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। ’
বাংলাদেশের খেলা দেখেছেন আফগান কোচ। এখানে বেশ কিছু ভালো ফুটবলার আছে যারা নিজেদের দিনে বিপদজনক হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি। মুতাইরি বলেন, ‘বাংলাদেশ দলে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে। নিজেদের দিনে তারা বিপদজনক হয়ে উঠতে পারেন। বিশ্বনাথ ঘোষ ভালো মানের ফুটবলার। এছাড়া আরও কয়েজন ফুটবলার আছে যারা আমাদের জন্য বিপদজনক হতে পারেন। তবে আমরা নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী। ’
আফগান কোচ প্রসংশা করলেও নিজেকে হাওয়ায় উড়াতে রাজি নন বিশ্বনাথ। তিনি বলেন, ‘আসলে প্রশংসা পেতে সবারই ভালো লাগে। আমারও ভালো লাগে। তবে আমি এসব নিয়ে ভাবছি না। সুযোগ পেলে নিজের খেলাটা খেলতে চাই। দেশের জন্য কিছু করতে পারাটা গর্বের। ’