বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বিশ্ব নেতাদের মুখোশ পরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা বাস্তবায়নের দাবি

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে ধনী দেশগুলোর কাছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জনসম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ‘কয়লা, গ্যাস বা হাইডোজেন নয়, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চাই’ স্লোগানে বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ, ক্লিন, বিডব্লিউজিইিডি গ্রোথ ওয়াচ এই জনসম্মিলনীর আয়োজন করে।

এতে বিশ্ব নেতাদের মুখোশ পরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাট বন্ধ এবং জি-২০ সম্মেলনে আগত বিশ্ব নেতাদের কাছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানানো হয়।

জনসম্মিলনীতে স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর আবদুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সিনিয়র সাংবাদিক ও নাগরিক নেতা আবুল কালাম আজাদ, জাসদ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, ভূমিহীন নেতা আবদুস সামাদ, প্রাক্তন কাউন্সিলার ফরিদা আক্তার বিউটি, নদী-খাল-জলাশয় রক্ষা আন্দোলনের নেতা আদিত্য মল্লিক, মফিজুর রহমান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি হাবিবুল হাসান, বৈশাখী পাল, হরিজন নেতা গৌরপদ দাশ, উন্নয়নকর্মী সাকিবুর রহমান, লুইস রানা গাইন, মাহিদা মিজান, সংস্কৃতি কর্মী মোসফিকুর রহমান মিল্টন প্রমুখ।

জনসম্মিলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে বিগত দেড় দশক ধরে জ্বালানি খাতে অরাজকতা চলছে। বাংলাদেশের জ্বালানি খাতে ব্যবসার ৮০ শতাংশ জি-২০ ভুক্ত দেশগুলোর সাথে হয়ে থাকে। এর মধ্যে এশিয় অঞ্চলের ৬টি দেশ থেকে বাংলাদেশ জ্বালানি তেল সংগ্রহ করে।

বক্তারা বাংলাদেশে কয়লা, গ্যাস বা হাইডোজেন নয়, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চাই উল্লেখ করে বলেন, আমাদের জীবাশ্ম জ্বালানি দরকার নেই, আমাদের দরকার-নবায়নযোগ্য জ্বালানি। সেজন্য নেতৃবৃন্দ জি-২০ সম্মেলনে এই বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের কাছে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানান। এছাড়া বক্তারা আরও বলেন, বাংলাদেশে বর্তমানে ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোয় জনগণের টাকা লুটপাট হচ্ছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!