এম জুবায়ের মাহমুদ: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের পশ্চিম ধুমঘাট এলাকায় বেশ কয়েক দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, বালু মহাল না হলেও ধূমকোলী নদীতে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলন করছেন পার্শ্ববর্তী আশাশুনির উপজেলার কলিমাখালী গ্ৰামের জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি।
বাইরে থেকে বালু এনে ভরাট করার কথা থাকলেও ইউনিয়নের নাসির আলী ব্রিজ হতে মানিকখালী অভিমুখে নির্মাণাধীন রাস্তা ভরাটের কাজ করা হচ্ছে উত্তোলনকৃত বালু দিয়ে।
বালু উত্তোলনকারী জাহাঙ্গীর হোসেন জানান, বালু উত্তোলন অবৈধ জানি। তারপরেও চেয়ারম্যান আমাকে নিয়ে আসছে। সব উনি জানেন। ওনার সাথে একটু কথা বলেন।
ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলী বলেন, রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির ঘের থেকে বালু উঠাচ্ছে বলে শুনেছি। কিন্তু আমার নাম বলছে কেন বুঝতেছি না। বিষয়টি জানার জন্য আমি ওখানে যাব।
ঈশ্বরীপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শেখ মুনজির আহম্মেদ বলেন, বালু উত্তোলনের বিষয়ে আমি জানি না। আপনার মাধ্যমে জানতে পারলাম, দেখছি।