সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কর্মবিরতিতে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা, বৈষম্য দূরীকরণের দাবি

প্রতিবেদক
the editors
অক্টোবর ২, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণ, সুপার নিউমারারী পদে পদোন্নতি প্রদান, অধ্যাপকদের তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশন সুরক্ষা ও শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্যরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২ অক্টোবর) সকাল থেকেই সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, তালা সরকারি কলেজ, কলারোয়া সরকারি কলেজসহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে কর্মবিরতি দিয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা কলেজর মূল ফটকে অবস্থান নেন।

এসময় তারা বলেন, প্রধানমন্ত্রী আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে অনুশাসন দিলেও ৮ বছরে তা বাস্তবায়ন করা হয়নি। অনেক যোগ্য ব্যক্তি পদোন্নতি না পেয়ে হতাশা নিয়ে অবসরগ্রহণ করছেন। প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের ১০-১৫ বছর অপেক্ষা করতে হয় একটা পদোন্নতির জন্য।

তারা আরও বলেন, বৈষম্য নিপাত যাক, অন্যের ছড়ি থেকে শিক্ষা ক্যাডার মুক্তি পাক।

এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির দাবিসমূহ না মানা হলে আগামীতে টানা তিনদিনের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!