দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নাশকতার পরিকল্পনাকালে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪ নেতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল এবং ককটেল ও পেট্রোল বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার হয়েছে।
গ্রেপ্তার বিএনপি ও জামায়াত নেতারা হলেন, উপজেলার এনামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোলাইমান শেখ (৪০), সখিপুরের মৃত গহর আলীর ছেলে এসহাক আলী গাজী (৬৫), নওয়াপাড়ার দ্বীন মোহাম্মাদ মোড়লের ছেলে আবু দাউদ (৫০) এবং টিকেটের মৃত রেজাউল মোড়লের ছেলে আমজাদ হোসেন (৪৫)।
এঘটনায় দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫ ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪/৫/৬ ধারায় মামলা (নং-১৫) দায়ের করা হয়েছে।
অপরদিকে, পৃথক অভিযান চালিয়ে সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত উপজেলার ঘলঘলিয়া গ্রামের নূর ইসলাম সরদারের ছেলে চিহ্নিত প্রতারক নূর হোসেন ওরফে মোকছেদ (৩৮) এবং পারিজারি মামলায় ওয়ারেন্টভুক্ত উত্তর সখিপুরের মুনসুর আলীর ছেলে মুকুল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি বাবুল আক্তার।