বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সরকারকে রিজভীর কঠোর হুঁশিয়ারি

প্রতিবেদক
the editors
নভেম্বর ১৫, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সরকারের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পদত্যাগ করা ছাড়া আপনাদের হাতে আর কোনো অপশন নেই। টালবাহানা না করে অবিলম্বে পদত্যাগ করুন।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।
আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টায় শাহবাগ থেকে শেরাটন সড়ক অবরোধ কর্মসূচি পালনের সময়ে এসব কথা বলেন তিনি।

এ সময় সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবি আদায়ে অবরোধ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন রিজভী।

এতে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন, ছাত্রদল নেতা ডাক্তার আউয়াল।

রুহুল কবির রিজভী বলেন, অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। সেজন্য নানা কার্যকলাপ শুরু করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোনো প্রহসন মেনে নেবে না। আর কোন ভোট ডাকাতির নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দিবে না। তিনি বলেন বিএনপির আন্দোলন চুড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে।

তিনি বলেন, বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!