বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আইলার ১৪ বছর: টিকে থাকার সংগ্রামে লিপ্ত উপকূলের মানুষ

প্রতিবেদক
the editors
মে ২৫, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ

মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): আজ সেই ভয়াল ২৫ মে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার ১৪ বছর। দীর্ঘ ১৪টি বছর পরও এখনো মোছে নি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার ক্ষতচিহ্ন। ১৪ টি বছর কয়রা উপজেলার জনপদ জুড়ে আক্ষেপের গল্পগুলিই শুধু দীর্ঘ হয়েছে। সেই দুর্যোগে সর্বস্ব হারানো অনেকেই এখনো খুঁজে ফিরছে স্থায়ী নিবাস। আবার অনেকেই আবাস হিসেবে বেছে নিয়েছে বেড়িবাঁধের কিনারাকে। সেটির অবস্থাও এখন নাজুক। অনেক পরিবারের সদস্যরা সব হারিয়ে অন্যত্র পাড়ি জমিয়েছে। এখনও অনেক মানুষ বাস্তুভিটায় ফিরে আসতে পারেনি। আইলার পর এখনও ঠিক হয়নি বিশুদ্ধ পানির উৎস, মাইলের পর মাইল ছুটতে হয় সুপেয় পানির জন্য। উপজেলার পাথরখালী এলাকায় বেড়িবাঁধের ওপর এখনো দুর্বিষহ জীবন পার করছে গৃহহারা ২২টি পরিবার। কয়রা সদরের গোবরা সোনাপাড়াসহ অনেক পরিবারের বসবাস বাঁধের ওপর। সুতির অফিস এলাকা থেকে মঠবাড়িয়া বেড়িবাঁধের উপর মানুষের বসবাস চোখ এড়ায়না। এ ছাড়া ৪নং কয়রা লঞ্চ ঘাট এলাকা ৫নং কয়রা ক্লোজারের উপর, ৬নং কয়রা, দক্ষিণ বেদকাশী ও মহেশ্বরিপুরসহ গোটা উপজেলা জুড়ে বাধের উপর বসবাসরত শতাধিক পরিবারের আক্ষেপ ভরা কথাগুলি কষ্টের বিলাপ হয়ে বড্ড কানে বাজে। ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনের কোলে গড়ে ওঠা এ জনপদ সামুদ্রিক জলোচ্ছাসে এক ধ্বংস্তুপে পরিণত হয়েছিল। সেদিন পাউবোর বেড়িবাঁধের ২৭ টি পয়েন্ট জলোচ্ছ্বাসে ভেঙে গেলে তাৎক্ষণিক গোটা উপজেলা লোনা পানিতে তলিয়ে যায়। কেঁড়ে নেয় ২৬ ব্যক্তির প্রাণ। তবে বেসরকারি তথ্য মতে ৪২ জনের প্রাণ যায়।

আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো কোনো মতে মেরামত করা হলেও এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। প্রথমবার বাঁধ ভেঙে যাওয়ার পর আর কখনোই শক্ত করে বাঁধ তৈরি হয়নি। ফলে বার বার ভাঙছে। তবে কয়রায় স্থায়ী বেড়িবাধ নির্মাণ প্রকল্প পাশ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে কয়রার ১২ কিলোমিটাররে মত বেড়িবাঁধ জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। বেড়িবাঁধের কোথাও কোথাও মাত্র দেড় থেকে দুই হাত মাটি অবশিষ্ট রয়েছে। অবস্থা এতটাই খারাপ যে, বাঁধের অনেক জায়গা দিয়ে বড় জোয়ারে উপচে পানি ছাপিয়ে পড়বে। তবে এত কিছুর পরেও এখনো এই জনপদে প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়নি। সেই জোড়াতালির বেড়িবাঁধ, দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পিত কার্যক্রমের অভাব এখনো দৃশ্যমান। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দাতা সংস্থা নির্ভর এনজিও কার্যক্রমও ঝিমিয়ে পড়েছে। সরকারের কঠোর হুঁশিয়ারি থাকা সত্ত্বেও চিংড়ি চাষিরা বাঁধগুলো ছিদ্র করে তাঁদের ঘেরে লবণ পানি উত্তোলন করছেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ বলেন, কয়রায় অনেক পরিবারকে সরকারিভাবে ট্যাংকি দেওয়া হয়েছে। এ থেকে মানুষ কিছুটা হলেও পানির অভাব থেকে পরিত্রাণ পাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কয়রায় অনেক এলাকার বাধ রয়েছে ঝুকিপূর্ণ অবস্থায়। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা, খাসিটানা, জোড়শিং, মাটিয়াভাঙ্গা, উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরি, গাববুনিয়া, গাজিপাড়া, কাটকাটা। কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা, ৪নং কয়রার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন এলাকা, মদিনাবাদ লঞ্চ ঘাট, ঘাটাখালি, হরিণখোলা, মহারাজপুর ইউনিয়নের উত্তর মঠবাড়ি, দশালিয়া, লোকা, মহেশ্বরীপুর ইউনিয়নের কালিবাড়ি, নয়ানি, শেখেরটেক এলাকার বাধ বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ সকল বাঁধ দ্রুত সংস্কার করা না হলে আবারো বাঁধ ভেঙে লোনা পানিতে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে।

কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, কয়রার প্রধান সমস্যা নদী ভাঙ্গন। এটি রোধ করা গেলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। প্রলংকারী ঘূর্ণিঝড় আইলার কথা মনে পড়লে এখনও শরীর শিউরে ওঠে। তিনি জানান, কয়রা উপজেলার অনেক বেড়িবাঁধ এখনও খুবই ঝুঁকিপূর্ণ। নাজুক বেড়িবাঁধের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। আগামীতে পাউবো ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত করবে বলে আশা করছেন তিনি।

খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, বিগত দিনে যথেষ্ট বরাদ্দ থাকলেও বেড়িবাঁধ বাধার দায়িত্ব যাদের ছিল, তাঁরা সে দায়িত্ব পালন করেননি। তিনি বলেন, কয়রার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় ১২শ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে। তাছাড়া জাইকার তত্ত্বাবধানে আরও ৩ শ ৭২ কোটি টাকার কাজ করা হবে। ইতোমধ্যে স্থায়ী বাধ নির্মাণের একটি অংশের কাজের টেন্ডার কার্যক্রম শেষ হয়েছে। বাকি কাজের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বেড়িবাঁধের কাজ শুরু করা হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!