সাতক্ষীরায় জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে গণআন্দোলন জোটের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা নিউ মার্কেটের শহীদ স, ম আলাউদ্দীন চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বাসদ (মার্কসবাদী) নেতা অ্যাডভোকেট খগেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেএসডি নেতা মাস্টার আব্দুল জব্বার, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য সচিব মনসুর রহমান ও বায়েজীদ হাসান, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠীর জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা স্বাস্থ্য কমিটির আহবায়ক আব্দুল্লাহ বিশ্বাস এবং কবি মনিরুজ্জামান মুন্না।
বক্তারা বলেন, সমৃদ্ধশালী জেলা হিসাবে গড়ে তুলতে জলাবদ্ধতামুক্ত সাতক্ষীরা গড়ে তুলতে হবে। জনদুর্ভোগ কমানোর জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। যুবকদের কর্মসংস্থানের জন্য সুন্দরবন টেক্সটাইল মিল চালুসহ জেলা ও উপজেলায় শিল্প কল কারখানা গড়ে তুলতে হবে। জনগণের অংশগ্রহণে সকল ক্ষেত্রে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য শ্রমজীবী কর্মজীবী পেশাজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি