এস এম হাবিবুল হাসান: প্রজন্ম শিখবে শিক্ষকদের কাছ থেকে। সেজন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা দরকার। আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষা ব্যবস্থা স্মার্ট হতে হবে। শুধু বইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীকে সব ধরনের শিক্ষা দিতে হবে। তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।
শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মোড়স্থ সরদার কমিউনিটি সেন্টারে শিশু শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান স্টার কিডসের উদ্যোগে ২০২২ সালে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ক্যাডেট কোচিং ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী এসব কথা বলেন।
স্টার কিডসের পরিচালক এ টি এম আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান, মোস্তাজাবুর রহমান, হাজী কেয়াম উদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ লিটু, অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত মন্ডল ও অক্সফোর্ড ক্যাডেট কোচিং ঝিনাইদহ পরিচালক এস এম মির্জা।
স্টার কিডসের শিক্ষক এমকেএম শরিফুজ্জামানের সঞ্চালনায় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, শামীমা জাকির, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে পারুমিতা রুপন্তি, সুবহানাহু মারিয়াম ওহী, জেড আইন তাহিয়্যাত, সায়ন্তন সরকার ও সালেহীন মাহমুদ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করে চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
প্রসঙ্গত, স্টার কিডস এর ৩৯ জন শিক্ষার্থী এবার প্রাথমিকে বৃত্তি পেয়েছে।