মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরার নতুন পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১২, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার নতুন পুলিশ সুপার হিসেবে এসবির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে পদায়ন করা হয়েছে। আর সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামানকে বদলি করা হয়েছে ডিএমপির উপপুলিশ কমিশনার পদে।

এছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দুই পুলিশ কমিশনার, দুই ডিআইজি ও দশজন পুলিশ সুপারকে (এসপি) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১১ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দুইজন পুলিশ কমিশনার ও দুইজন ডিআইজি পদে বদলির প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়ন এবং দশজন পুলিশ সুপার/উপ-পুলিশ কমিশনার পদে বদলির প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের বিষয়ে অনাপত্তি জানাচ্ছে ইসি।

দুই কমিশনারের মধ্যে সিলেট মহানগরের পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইলিয়াছ শরীফকে পিবিআইয়ের ডিআইজি করা হয়েছে। আর সিলেটের পুলিশ কমিশনার হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. জাকির হোসেন খান। বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলামকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের ডিআইজি করা হয়েছে। আর বরিশাল মহানগর পুলিশের কমিশনার হয়ে যাচ্ছেন ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের ডিআইজি জিহাদুল কবির।

পিবিআইয়ের এসপি মুহাম্মদ শরীফুল ইসলামকে। আর পিরোজপুরের বর্তমান এসপি মোহাম্মদ শফিউর রহমানকে এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। আর হবিগঞ্জে নতুন এসপি হিসেবে যাচ্ছেন ডিএমপির উপপুলিশ কমিশনার আক্তার হোসেন। নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলামকে ডিএমপিতে বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে। সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামানকে ডিএমপিতে উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। সাতক্ষীরায় এসপি হয়ে যাচ্ছেন এসবির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এ ছাড়া মেহেরপুরের এসপি মো. রাফিউল আলমকে পিবিআইয়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর মেহেরপুরে এসপি পদে তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডিএমপির উপপুলিশ কমিশনার এস এম নাজমুল হক।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে মাঠ প্রশাসনে রদবদলের উদ্যোগ নিয়েছে ইসি। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও বদলি বা পদায়নের সম্মতি চাওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!