রবিবার , ২ এপ্রিল ২০২৩ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রায় পুলিশের অভিযানে ফের হরিণের মাংস উদ্ধার

প্রতিবেদক
the editors
এপ্রিল ২, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে।

রোববার ভোর ৫টার দিকে কয়রা উপজেলার কাশিয়াবাদ স্টেশন সংলগ্ন ৪নং কয়রা লঞ্চঘাট এলাকা থেকে এই মাংস উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে কয়েকজন পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধার করে তার ভিতর থেকে ৬ কেজি হরিণের মাংস পাওয়া যায়।

এ ব্যাপারে কয়রা থানার ওসি এবিএমএস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাংস আদালত চত্বরে মাটিতে পুতে নষ্ট করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - জাতীয়