শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নওগাঁ-২ আসনের নির্বাচন বাতিল

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৯, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন বাতিল হয়েছে। এই আসনের সাধারণ নির্বাচনের ফের তফসিল হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক, যার প্রতীক ছিল ঈগল, সকাল ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃত্যুবরণ করলে রিটার্নিং কর্মকর্তা গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন বাতিল করবেন। পরবর্তীতে নির্বাচন হবে।

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, বর্তমানের বৈধ প্রার্থীদের প্রার্থিতা থাকবে। তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। পুনরায় তফসিল হলে নতুন করে অন্যরা মনোনয়নপত্র দাখিল করতে পারবে। এই আসনে কবে ভোট হবে তার তফসিল পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত দেবে।

অন্য এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!