ডেস্ক রিপোর্ট: ঝরে না পড়ে রোধে শিশু শিক্ষর্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে বছরের শুরুতেই ছোট বন্ধুদের খাতা-কলম উপহার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে তালা উপজেলার জাতপুরের ১৯২নং এজেডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিশুকে এই উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এজেডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা কর্মকার, সহকারী শিক্ষক মো. আবু হাসেম সরদার, হাফিজুর রহমান, এলিজা সুলতানা, গাজী শাহাদুজ্জামান, আমরা বন্ধু তালা উপজেলা টিমের সমন্বয়কারী আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, মীর জাফিরুল ইসলাম, সুমন ইসলাম প্রমুখ।
খাতা কলম পেয়ে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মুস্তাকিন বলেন, আমি আমরা বন্ধু থেকে খাতা ও কলম উপহার পেয়ে খুব খুশি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা কর্মকার বলেন, আমরা বন্ধু সংগঠনের খাতা, কলম পেয়ে বিদ্যালয়ের শিশুরা খুব খুশি। আমি এমন কার্যক্রমের জন্য আমরা বন্ধু ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে আমরা বন্ধু সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলের শিশুদের প্রাথমিক শিক্ষায় উৎসাহিত করতে এ কার্যক্রম চলমান রেখেছে।