Thursday , 25 January 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সখিপুর ও দেবীশহরে অর্ধলক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিবেদক
admin
January 25, 2024 7:12 pm

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে আয়োজিত ফিরোজা-মজিদ ট্রাস্ট ৪ দলীয় অর্ধলক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট এবং নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহর ফুটবল মাঠে আয়োজিত ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। দেবীশহরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী উপস্থিত ছিলেন।
অপরদিকে, সখিপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. স.ম গোলাম মোস্তফা, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন, ফিরোজা মজিদ ট্রাস্টের কর্ণধার ইকবাল মাসুদ, সখিপুর উদয়ন সংঘের সভাপতি জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আবু আব্দুল্যাহ আল আজাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রভাষক আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়