কয়রা (খুলনা) প্রতিনিধি: আত্মগোপনে থাকা কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের সভাপতি ইখতিয়ার উদ্দিন হিরোকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইখতিয়ার ২নং কয়রা গ্রামের আমিরুল ইসলাম ঢালীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে পাইকগাছা উপজেলার আগড়ঘাটা এলাকায় বিএনপির যাত্রীবাহী ট্রলারে হামলার অভিযোগে মামলা রয়েছে। যার মামলা নং ১৪/২০২৪, জিআর ১২৬/২৪।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দীন হিরোর বিরুদ্ধে পাইকগাছা উপজেলার আগড়ঘাটা এলাকায় বিএনপির যাত্রীবাহী ট্রলারে হামলার অভিযোগে মামলা রয়েছে। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে পাইকগাছা থানায় হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।