কয়রা (খুলনা) প্রতিনিধি: ঠাণ্ডা বাতাসের দাপট আর অসময়ের বৃষ্টিতে শীত জেঁকে বসেছে সারাদেশে। শীতের এই তীব্রতায় কাবু হয়ে পড়েছে হতদরিদ্র মানুষ। খুলনার কয়রা উপজেলার শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট ও ডু সামথিং ফাউন্ডেশন।
শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় কয়রার জাকারিয়া শিক্ষা নিকেতন প্রাঙ্গণে ১০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করে তারা।
ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নাজমুল ইসলাম ও স্বেচ্ছাসেবী শাহিন বিল্লাহর ব্যবস্থাপনায় স্থানীয় দুস্থদের সাথে যোগসূত্র স্থাপনে সহযোগিতা করে দেয়াড়া পশ্চিমপাড়া একতা সংঘ।
অনুষ্ঠানে কয়রা উপজেলার দেয়াড়া, শিমলারআইট, জয়পুর, অন্তাবুনিয়া, কালনা, জয়পুর, মাদারবাড়িয়া, ২নং কয়রা, ৩নং কয়রা, ৬নং কয়রা, বায়লারহারানিয়া, ঘুগরাকাটি, বামিয়া, মসজিদকুঁড় ও মহারাজপুর গ্রামের ১০০ জনের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দেয়াড়া পশ্চিমপাড়া একতা সংঘের উপদেষ্টা শামীম আক্তার, প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম, সভাপতি অ্যাড. আবু বকর সিদ্দীক, সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক রিয়াজুল আকবর লিংকন, স্বেচ্ছাসেবী সাইফুল্লাহ আল হেলাল, হাফেজ কামরুল ইসলাম, আতাউর রহমান, ইয়াসিন আরাফাত, রায়হান, আকিবুর, মেহেদী প্রমুখ।