এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরে জেন্ডার ট্রান্সফরমেটিভ পরিবেশগত তত্ত্বাবধানে পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণ-ইকোম্যান প্রকল্পের অংশীদার সংস্থা এবং স্টেক হোল্ডারদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) শ্যামনগরের কলবাড়িতে সিডিও’র হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্যরাসহ ১০টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এতে ইকোম্যান প্রকল্পের সমন্বয়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, প্রজেক্ট ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা, পরিবেশবাদী সংগঠন বেডসের কর্মকর্তা ইসমে আজম রিজু, সামাজিক বন বিভাগের ইসহাক পিরামিম প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, যুব নেতৃত্ব সমাজে খুবই দরকার। বাংলাদেশে বর্তমানে যুবদের সংখ্যা বেশি এবং এখন যদি তাদের সঠিকভাবে গড়ে তোলা যায় তাহলে তারা দক্ষতার সাথে নেতৃত্ব দিতে পারবে। সমাজে ভালো কাজগুলোকে উৎসাহিত করতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে। নদী দূষণ থেকে বিরত থাকতে হবে।