Tuesday , 30 January 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তালায় জমিজমা সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীসহ আহত ২

প্রতিবেদক
admin
January 30, 2024 10:02 pm

ইলিয়াস হোসেন: সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে আকতারুল বিশ্বাস নামে এক ব্যক্তি।

মঙ্গলবার দুপুরে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার খলিলনগর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামের রাজ্জাক বিশ্বাসের ক্রয়কৃত ১৫ শতাংশ জমিতে পাশর্^বর্তী আকার আলী বিশ্বাসের ছেলে আকতারুল বিশ্বাস (৩৬) বসতঘর নির্মাণ করে দখল করে। এরই জের ধরে জমির প্রকৃত মালিক রাজ্জাক বিশ্বাস আকার আলী বিশ্বাস ও তার পুত্র আকতারুল বিশ্বাসকে জমির দখল ছাড়তে বললে রাজ্জাক বিশ্বাসকে কুপিয়ে জখম ও তার স্ত্রী নবী জানকে বেধড়ক মারপিট করে।

এসময় আহতদের উদ্ধার করে প্রতিবেশ লিটনসহ স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. শামিমা আক্তার বলেন, আহত রাজ্জাক বিশ্বাস ও তার স্ত্রী নবী জানের চিকিৎসা চলছে।

তালা থানার ওসি মমিনুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - জাতীয়