ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের পর প্রথমবারের মতো এলাকায় ফিরে গণসংবর্ধনা পেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেজুঁতি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর সড়ক পথে তালার আঠারো মাইলে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা স্বাগত হাজারো মানুষ।
পরে দুই সহস্রাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে তিনি পৌঁছান তার গ্রামের বাড়ি নগরঘাটার মিঠাবাড়িতে। সেখানে বাবা শহীদ স. ম আলাউদ্দীনের কবর জিয়ারতে অংশ নেন।
এরপর বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তাকে গণসংবর্ধনা দেয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সেখানে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সায়ীদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।
এসময় লায়লা পারভীন সেজুঁতিকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা কৃষক লীগ, শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ, নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ, ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়, মিঠাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক রীগ, তালা উপজেলা মৎস্যজীবী লীগ, তাঁতীলীগ, যুবলীগ, সরুলিয়া যুবলীগ, তালা উপজেলা শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুল হাই, কুমিরার চেয়ারম্যান শেখ আজিজুর রহমান, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পাটকেলঘাটা প্রেসক্লাব, তালা উপজেলা মহিলা লীগের সভানেত্রী হোসনেয়ারা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা মইনুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ।
বক্তরা বলেন, আমাদের উপজেলায় দুইজন এমপি পেয়েছি, এজন্য আমরা খুশি। স. ম আলাউদ্দীন ছিলেন মাটি ও মানুষের নেতা। তার কন্যা সেঁজুতি বাবার পথ অনুসরণ করে বাবার স্বপ্ন পূরণে এগিয়ে যাবে।
লায়লা পারভীন সেঁজুতি বলেন, আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার রাজনৈতিক অভিভাবক ও পারিবারিক অভিভাবকরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আমার বাবা মানুষের জন্য কাজ করতেন। মানুষের জন্য কাজ করাকে তিনি নিজের দায় মনে করতেন। তার সেই ঋণ আমি শোধ করার চেষ্টা করবো। আমার বাবাকে আপনারা যে এখনো ভোলেননি, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি ২৮ বছর বাবা হত্যার বিচার পাইনি। আমার পিতার সম্মান রাখতে সকলের সহযোগিতা চাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে মানুষের সেবার করার সুযোগ দিয়েছেন। আমি জননেত্রী শেখ হাসিনার আস্থা ধরে রাখতে জীবন দিয়ে হলেও চেষ্টা করবো।
প্রসঙ্গত, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সর্বকনিষ্ঠ প্রাদেশিক পরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীনের কন্যা এবং সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের আন্দোলন সংগ্রামের প্রবাদ পুরুষ আবুল কালাম আজাদের স্ত্রী লায়লা পারভীন সেজুঁতি পিতার পথ ধরেই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দিন-রাত ছুটে চলেন জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
৭৫ পরবর্তীতে বিএনপির শাসনামলে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর নামে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ‘বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল ও কলেজ’ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ স. ম আলাউদ্দীন যে অনন্য কীর্তি গড়েছিলেন, তারই পথ ধরে সাতক্ষীরায় মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে বাবার পথ অনুসরণ করেই সকল রক্ত চুক্ষ উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন লায়লা পারভীন সেজুঁতি।