ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে আড়াই কোটি টাকা ব্যয়ে প্রায় তিন কিলোমিটার সড়ক কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকলে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ এই কার্পেটিংয়ের কাজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জাইকার সহকারী প্রকৌশলী তানভীর হোসেন, তদারকি কর্মকর্তা সার্ভেয়ার আবুল বাসার, কার্য সহকারী ফিরোজ, বখতিয়ার ও মিঠুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাজটি বাস্তবায়ন করছে তালা উপজেলার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বসু ট্রেডার্স এর সত্ত্বাধিকারী কল্যাণ বসু।
স্থানীয়রা জানান, কাজটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। নির্মাণ কাজ শেষ হলে অত্র এলাকার আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।