ডেস্ক রিপোর্ট: হারিয়ে যাওয়া একশটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। একই সাথে ভুলবশত অন্যের নাম্বারে চলে যাওয়া ৩ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সাতক্ষীরা পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে ইতোপূর্বে হারিয়ে যাওয়া ১০০ মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। একই সাথে বিকাশ ও নগদের মাধ্যমে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৩ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সকলের উদ্দেশ্যে মোবাইল হারিয়ে গেলে জিডি কিংবা চুরি হয়ে গেলে মামলা করার পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান প্রমুখ।