শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পেসারদের গতিতে দিশেহারা লঙ্কানরা

প্রতিবেদক
star kids
মার্চ ২২, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ও ওয়ানডের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবার মুখোমুখি ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাট টেস্টে। চায়ের শহর সিলেটে বৃষ্টিভেজা সকালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এই ম্যাচ দিয়ে পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অবশ্য দারুণভাবে কাজে লাগিয়েছে টাইগাররা। সাদা পোশাকে পেসার খালেদ আহমেদের তোপে প্রথম সেশনেই চালকের আসনে স্বাগতিকরা।

শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে টাইগার এই পেসারের তোপে দলীয় ৬০ রানের আগেই পাঁচ উইকেট হারায় সফরকারীরা।

খালেদের হাতে তিন উইকেট ছাড়াও একটি গেছে শরীফুলের ঝুড়িতে আরেকটি রান আউট। ১৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৫৯ রান।

সিলেটের সাথে নাজমুল হোসেন শান্তর টস ভাগ্য সম্ভবত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটিতেই টস জেতার পর এবার টেস্টেও ভাগ্যের সাহায্য পেলেন। আর শান্তর টস ভাগ্য যেন ভর করল বাংলাদেশের বোলিংয়েও।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার নিশান মাদুশকাকে ফেরান খালেদ আহমেদ। খালেদের করা বলে তৃতীয় স্লিপে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক ক্যাচে ২ রান করে ফেরেন তিনি।

প্রথম উইকেট দ্রুত হারানোর পর দ্বিতীয় উইকেট ভালো ভাবেই চাপ সামাল দিচ্ছিলেন দিমুথ কারুনারাত্নে ও কুশাল মেন্ডিস। তাদের ৩৭ রানের জুটি লঙ্কানদের ম্যাচে ফেরার আভাসও দিচ্ছিল। তবে তাদের ভয়ংকর হয়ে ওঠার আগেই আবারও খালেদের আঘাত।

১২ তম ওভারের দ্বিতীয় বলে দারুণ এক বাউন্সারে কুশাল মেন্ডিসকে গালিতে জাকিরের ক্যাচ বানান। ফেরার আগে ২ চারে ২৬ বলে ১৬ রান করেন মেন্ডিস। একই ওভারে দিমুথ করুনারত্নেকেও সাজঘরে পাঠালেন টাইগার এই পেসার। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ঠিকঠাক খেলতে পারলেন না লঙ্কান এই ওপেনার। ব্যাটের ফাঁক গলে বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। সিলেটে সকালটা তাই নিশ্চিতভাবেই খালেদের।

টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে দল যখন ধুঁকছে, তখন সফরকারীদের ওপর চাপ আরও বাড়ায় অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘দৃষ্টিকটু’ রানআউট। খালেদ আহমেদের করা বল কাভারের দিকে ঠেলে সিঙ্গেলসের জন্য দৌড় দিয়েছিলেন দিনেশ চান্দিমাল। অন্যপ্রান্তে ম্যাথিউজ যতক্ষণে এসে পৌঁছালেন, তার আগেই মিডঅফ থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ বলে ৫ রান করেই বিদায়ঘণ্টা বাজল ম্যাথিউসের।

ম্যাথিউসের আউটের পর দিনেশ চান্দিমাল ক্রিজে আসেন তবে অভিজ্ঞ এই ব্যাটারও বেশিক্ষণ টেকেননি। শরিফুলের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরের বলেই অবস্থা আরো খারাপ হতে পারত। তবে ০ রানে থাকা কামিন্দু মেন্ডিসের সহজ ক্যাচ ফেলেন জয়।

প্রথম সেশনের বাকি সময়টুকু অবশ্য অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা আর কোন উইকেট না হারিয়েই কামিন্দু মেন্ডিসকে নিয়ে পার করেছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!