রবিবার , ১৬ এপ্রিল ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরার আম পঞ্জিকা ঘোষণা, গোবিন্দভোগ বাজারে উঠবে ১২ মে

প্রতিবেদক
the editors
এপ্রিল ১৬, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ

শহীদুজ্জামান শিমুল, স্টাফ করেসপন্ডেন্ট: সাতক্ষীরার সুস্বাদু গোবিন্দভোগ আম বাজারে উঠবে আগামী ১২ মে। এছাড়া ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি আম গাছ থেকে নামাতে ও বাজারজাত করতে পারবেন বাগান মালিকরা।

রোববার (১৬ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো.সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো.আতিকুল ইসলামসহ জেলার ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, নির্ধারিত দিনের পূর্বে আম বাজারজাত করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা কার্বাইড বা কেমিক্যাল দিয়ে অপরিপক্ক আম পাকাবে তাদেরকে জেলে পাঠানো হবে।

এসময় তিনি সচেতন নাগরিক হিসেবেও নির্দিষ্ট তারিখের পূর্বে সংশ্লিষ্ট আম ক্রয় না করার অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!