বিলাল হোসেন: শ্যামনগরে ‘প্রমোশন অফ ব্রাউন শ্রীম্প কালচার ইন দ্য কোস্টাল রিজন অফ বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে চিংড়ি চাষী ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মৎস্য অধিদপ্তরের অর্থায়নে ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের আয়োজন অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রফেসর ড, মৃত্যুঞ্জয় কুন্ডু।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুনলার উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর শোরজ কুমার মিস্ত্রি, গবেষক অভিনাশ মিস্ত্রি, চিংড়ি ঘের মালিক শেখ আফজালুর রহমান, নাজমুল হোসাইন, মিজানুর রহমান, শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্টের হ্যাচারি কর্মকর্তা নাঈম আহমেদ।