মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে ক্ষতিকর রাসায়নিক দিয়ে অপরিপক্ক আম পাকানোর অপরাধে অলি রহমান (৩৮) নামে এক আম ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী কৃষ্ণনগর বাজারের রওশান আলী কাগুচির দোকানে অভিযান চালিয়ে রাসায়নিক দিয়ে পাকানো ২৬ ক্যারেট গোবিন্দভোগ আম জব্দ করেন।
এসময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪৩ ধারায় আমের মালিক কৃষ্ণনগর গ্রামের নজরুল গাজীর ছেলে অলি রহমানকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় রাসায়নিক দিয়ে আম পাকিয়ে তা ঢাকায় পাঠাচ্ছেন। আমগুলো এখনো পাকার সময় হয়নি। রাসায়নিক দিয়ে পাকানো এসব আম মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।