শনিবার , ১১ মে ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কুয়েতে রাজনৈতিক অস্থিরতা, সংসদ ভেঙে দিলেন আমির

প্রতিবেদক
the editors
মে ১১, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় দেশ কুয়েতের সংসদ ভেঙে দিয়েছেন দেশটির আমির। পাশাপাশি সংসদের কিছু দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। যদিও কয়েক সপ্তাহ আগে দেশটিতে নির্বাচন হয়েছে।

জানা গেছে, আমির শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহ ও মন্ত্রিসভা ৫০ সদস্যের জাতীয় পরিষদের কিছু ক্ষমতা গ্রহণ করবে।

তাছাড়া কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে অন্তত চার বছরের জন্য সংবিধানের কিছু ধারা স্থগিত করেছেন আমির।

দেশটির ৮৩ বছর বয়সী শাসক বলেন, গত কয়েক বছর ধরে কিছু কারণে কুয়েতে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যবশত যা নিরাপত্তা ও অর্থিক প্রতিষ্ঠান পর্যন্ত স্পর্শ করেছে। এমনকি বিচার ব্যবস্থায়ও এর প্রভাব পড়েছে।

তিনি বলেন, আমরা কিছু কঠিন অবস্থার মুখোমুখি হয়েছি যা মেনে নেওয়া যায় না।

কুয়েতের আইনসভা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের দেশগুলোর আইনসভা বা অনুরূপ সংস্থাগুলোর তুলনায় বেশি প্রভাব বিস্তার করে থাকে। কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে এর আগেও মন্ত্রিসভায় রদবদল ও পার্লামেন্টও ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!