গাজী মাহিদা মিজান: ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাসের হারে যশোর বোর্ডে শীর্ষ স্থান অর্জন করেছে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলার পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ। একইভাবে যশোর বোর্ডে পাসের হারে সর্বনিম্নে অবস্থান করছে মেহেরপুর জেলা। মেহেরপুরের পাসের হার ৮৪ দশমিক ৯৬ শতাংশ।
রোববার (১২ মে) প্রকাশিত যশোর শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সাতক্ষীরা জেলা থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৭ হাজার ১১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ।
এছাড়া যশোর বোর্ডের আওতাধীন খুলনা জেলার পাসের হার ৯৪ দশমিক ৬০, বাগেরহাটের পাসের হার ৯১ দশমিক ২৭, কুষ্টিয়ার পাসের হার ৯১ দশমিক ৩৫, চুয়াডাঙ্গার পাসের হার ৯০ দশমিক ৮২, যশোরের পাসের হার ৯৪ দশমিক ২২, নড়াইলের পাসের হার ৯৩ দশমিক ২৪, ঝিনাইদহের পাশের হার ৮৯ দশমিক ৫৯ ও মাগুরার পাসের হার ৯১ দশমিক শূন্য ৯।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।