ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকালে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ গ্রুপের জেলা ম্যানেজার রবিউল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের সাতক্ষীরার পরিবেশক এম কামরুজ্জামান এই কার্যক্রম উদ্বোধন করেন।
দেশব্যাপী ৬৪টি জেলার ১০০টি নির্ধারিত স্থানে বসুন্ধরার পণ্য সাশ্রয়ী মূলে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির এই কার্যক্রম চলবে মাসব্যাপী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হবে পণ্য বিক্রি। বিক্রয় কেন্দ্রে ক্রেতাদের সুবিধার্থে সোয়াবিন তেল, আটা, ময়দা, সুজি, ডাল, নুডুলস, চাল ও বিভিন্ন প্রকার মসলাসহ প্রতিটি পণ্যের খুচরা ও সাশ্রয়ী মূল্য সম্বলিত তালিকা টানানো থাকবে।