ডেস্ক রিপোর্ট: হিফজুল কোরআন সফলতার সাথে সম্পন্ন করায় প্রথানুযায়ী দুই হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষের রুমে তাদের পাগড়ি পরানো হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার মুফতি আক্তারুজ্জামান, সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ৩০ পারা কোরআনের হাফেজ ফিরোজ হাসান ও আরিফিন ইসলামকে পাগড়ি পরানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী আব্দুল মহিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু,সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ নাছির উদ্দিন, মিশন মসজিদের ইমাম হাফেজ ইব্রাহিম খলিল প্রমুখ।