দেবহাটা প্রতিনিধি: ওজনে কম দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে রাশেদুল ইসলাম নামে এক মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি উপজেলার জগন্নাথপুর গ্রামের শেখ আব্দুল করিমের ছেলে এবং গাজীরহাট বাজারের হাবিব ফিস-এর সত্ত্বাধিকারী।
মঙ্গলবার (২৫ জুন) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাশেদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এসিল্যান্ড দীপা রানী সরকার তাকে এই জরিমানা করেন।
এসময় ওজনে কম দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণার অপরাধে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ৩২(১) এর ৪৮ ধারামতে ব্যবসায়ী রাশেদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন তিনি। অভিযানকালে বিএসটিআই এর পরিদর্শক আলী হাসান ও পেশকার প্রদীপ কুমার ঢালী উপস্থিত ছিলেন।