ডেস্ক রিপোর্ট: এ মাসেই জনসংখ্যার দিক দিয়ে চীনকে টপকে গেছে ভারত। জার্মানির সাপ্তাহিক ম্যাগাজিন ডের স্পিগেল বিষয়টি নিয়ে কয়েকদিন আগে একটি কার্টুন প্রকাশ করেছে। যেটিকে ‘বর্ণবিদ্বেষী’ বলে অনলাইনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীরা।
বিবিসি জানায়, ওই কার্টুনে জরাজীর্ণ একটি ট্রেন দেখা যাচ্ছে। যেটিতে ভিড় উপচে পড়ছে। ট্রেনের ছাদে এমনকি ইঞ্জিনের সামনেও লোকজন বসে আছে। কিছু মানুষ ট্রেনের হাতল ধরে ঝুলতে ঝুলতে যাত্রা করছেন। ইঞ্জিনের ছাদে একজনের হাতে ভারতের জাতীয় পতাকা ধরা রয়ছে।
ঠিক তার পাশ দিয়ে ছুটে চলছে চীনের বুলেট ট্রেন।
এর মধ্য দিয়ে হয়তো তারা বোঝাতে চেয়েছে, যেখানে চীন প্রযুক্তির দিক দিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে, সেখানে ভারত প্রতিবেশী দেশটির থেকে এগিয়েছে শুধুমাত্র জনসংখ্যায়।
গত সোমবার প্রকাশিত জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, ১৪২ কোটি, ৫৭ লাখ, ৭৫ হাজার ৮৫০ জনসংখ্যা নিয়ে চীনকে টপকে প্রথমবারের মত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ পরিণত হয়েছে ভারত।
ডের স্পিগেল ম্যাগাজিনে কার্টুনটি প্রকাশের পর অনলাইনে ক্ষোভে ফেটে পড়েছেন অনেক ভারতীয়।
অনেকে টুইটারে লেখেন, পত্রিকাটি ভারত সম্পর্কে তাদের পুরাতন ধারণাতেই আটকে আছে। সাম্প্রতিক দশকগুলোতে দেশটি যে অগ্রগতি অর্জন করেছে তারা সেগুলোর স্বীকার করেনি।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর টুইট করেন, ‘‘ভারতকে উপহাস করার আপনাদের প্রচেষ্টা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অধীনে ভারতের বিরুদ্ধে বাজি ধরাটা বুদ্ধিমানের কাজ হবে না। কয়েক বছরের মধ্যে ভারতের অর্থনীতি আকারে জার্মানির অর্থনীতিকে ছাড়িয়ে যাবে।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা কাঞ্চন গুপ্তা ২৩ এপ্রিল এক টুইটে বলেন, ওই কার্টুনটি ‘চরমভাবে বর্ণবিদ্বেষী’।