ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় চলমান পরিস্থিতিতে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত দলীয় নেতাকর্মীদের তালিকা তৈরি করে সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে ছাত্রদল ।
এরই অংশ হিসেবে সংগঠনের শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তালা থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১০আগস্ট) বিকালে তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান ও সদস্য সচিব এস কে ফারুক হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এবিষয়ে জানতে চাইলে তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ও সুযোগ সন্ধানী ব্যক্তিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ পাচ্ছি। তালা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও যদি কোনো ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায় তবে তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।