রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরার আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা শহীদের স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

মেহেদী হাসান শিমুল: ভাষা সৈনিক শহীদ আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিকের স্বীকৃতি প্রদানের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে আশাশুনি উপজেলার বুধহাটা বাজার সংলগ্ন আশাশুনি-সাতক্ষীরা সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় সংগঠনের আহবায়ক সচ্চিদানন্দ দে সদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ (অব.) আশেক ই এলাহী, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যক্ষ মাহাবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আব্দুল গফফার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিফুল ইসলাম, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি রফিক আহমেদ, সাংবাদিক রঘুনাথ খাঁ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সদস্য সচিব এস.কে হাসান ও হাসান ইকবাল মামুন।

বক্তারা বলেন, শহীদ আনোয়ার হোসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৩০ সালে নানার বাড়ি বুধহাটা গ্রামে আনোয়ার হোসেন জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল কনুই গাজী ও মায়ের নাম পরীজান বিবি। তিন ভাইয়ের মধ্যে আনোয়ার হোসেন ছিল সবার বড়। মেধাবী আনোয়ার হোসেন বাড়ি সংলগ্ন বুধহাটা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। এর পর বুধহাটা বি.বি.এম কলেজিয়েট বিদ্যালয়ের লেখাপড়ার একপর্যায়ে তিনি খুলনা জেলা স্কুলে ভর্তি হন। সেখান থেকে ১৯৪৬ সালে এসএসসি পাস করেন। পরে তিনি খুলনার বিএল কলেজে পড়াশুনাকালীন ভাষা আন্দোলনে যোগ দেন। তরুণ আনোয়ার হোসেন ভাষা আন্দোলনের একপর্যায়ে ১৯৪৮ সালের ১১ মার্চ খুলনার তৎকালিন গান্ধী পার্কে (বর্তমানে হাদিস পার্ক) ভাষা আন্দোলনের পক্ষে ইস্তেহার পাঠ করার পর গ্রেপ্তার হন। কয়েকদিন পর তিনি মুক্তি পান। পরে ভাষা আন্দোলনের মিছিল থেকে ১৯৪৯ সালে পুলিশ তাকে আবারও গ্রেপ্তার করে। প্রথমে তাকে কোতয়ালী থানায় রাখা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী কারাগারে।

সেখানে পাকিস্তান সরকারের নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন তিনি। একপর্যায়ে ১৯৫০ সালে ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে গুলি চালানো হয়। তাতে সাতজন কারাবন্দি নিহত হন। তার মধ্যে ছাত্র নেতা আনোয়ার হোসেন ছিলেন অন্যতম। তাই আমরা বিশ্বাস করি মাতৃভাষা রক্ষার আন্দোলনে গ্রেফতার ভাষা সৈনিক আনোয়ার হোসেন দেশের প্রথম শহীদ। অথচ রাষ্ট্রীয়ভাবে তার কোন স্বীকৃতি নেই। তাই আমাদের দাবি শহীদ আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হোক।

একই সাথে আশাশুনি সরকারি কলেজের নাম ‘শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন’র নামে নামকরণ, সাতক্ষীরা, আশাশুনি, বুধহাটাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে তার স্মৃতিস্তম্ভ নির্মাণ, সাতক্ষীরা-আশাশুনি সড়ক তার নামে নামকরণ করা ও সরকারিভাবে ট্রাস্ট গঠনের দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে উল্লিখিত দাবিতে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো.ইয়ানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিচ্ছেদ জল্পনার মাঝে সুখবর দিলেন যীশু

ভারতের আদালতে পরোয়ানার বিষয়ে যা জানালেন শিল্পী মমতাজ

কী ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য?

সাংবাদিক আব্দুল জব্বারের মৃত্যুতে বিডিএফ প্রেসক্লাবের শোক

জাতির জনক ও ৭ই মার্চ ইস্যু সংসদের জন্য রেখে দিলেন হাইকোর্ট

১৬ বছরে ১১ লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

সাতক্ষীরায় ৫টি ইউনিয়নের সমন্বয় সভা: ষড়যন্ত্র মোকাবেলায় শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান

সাতক্ষীরায় আর কখনো স্বাধীনতাবিরোধী অপশক্তির কালো থাবা পড়বে না: পুলিশ সুপার

ইফতারে শাহি টুকরা দিয়েই হোক মিষ্টিমুখ

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় এসপি মতিউর রহমান সিদ্দিকীর