সুলতান শাহাজান, শ্যামনগর: নার্সিং পেশা নিয়ে কটূক্তি করায় নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণসহ নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) শ্যামনগর প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন থেকে তারা দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন।
এ সময় বক্তব্য দেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার লতিফ হাসিনা, সিনিয়র নার্স গীতা নারী মন্ডল, খালেদা বানু, শিউলি বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণ ও মিডওয়াফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তারা ১৫ সেপ্টেম্বর দুপুরের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতিসহ কমপ্লিট শাটডাউনের মতো কঠোর কর্মসূচির হুশিয়ারি ঘোষণা করেন।