সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বছরে ৬ মাস জলাবদ্ধ থাকে শ্যামনগরের ‌‌‌‘ভামিয়া’

প্রতিবেদক
the editors
অক্টোবর ৭, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ

বিলাল হোসেন, উপকূলীয় প্রতিনিধি: বছরে ছয় মাস জলাবদ্ধ থাকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া গ্রাম। পানি নিষ্কাশনের পথ না থাকায় এ অবস্থার হয় বছর বছর। যদিও এ গ্রামের উত্তরে বয়ে গেছে খোলপেটুয়া নদী, আর দক্ষিণে চুনা নদী।

তবে, অপরিকল্পিত মৎস্য চাষ, সরকারি পানি নিষ্কাশনের খাল ইজারা দেয়া ও পানি নিষ্কাশনের মুখ আটকে রাখায় প্রতি বছর জলাবদ্ধতার সম্মুখীন হয় ভামিয়া গ্রামের মানুষ।

ভামিয়া খাল ও টেকের খাল ইজারা দেওয়ায় তা গ্রামের অতিবৃষ্টির পানি নিষ্কাশনে কোনো ভূমিকা রাখতে পারে না। ফলে পুকুর, ঘের, নালা ও খালের পানি দূষিত হয়ে এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানবেতর জীবনযাপন করছে আট সহস্রাধিক মানুষ। এ গ্রামেই রয়েছে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান, দুইটি খেলার মাঠ ও ১৭ বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্প। গ্রামের রাস্তাগুলো পানিতে তলিয়ে থাকায় নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে।

সেই সাথে ১২ থেকে ১৩ হাজার বিঘা জমির ঘের ও শত শত বিঘার বীজতলা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে দুই শতাধিক পাকা ও কাঁচা ঘরবাড়ি।

ভামিয়া গ্রামের আদম আলী গাজী (৬৫) জানান, ঘরবাড়ি রাস্তাঘাট সব জায়গায় পানি পানি। ঘর থেকে বের হওয়ার উপায় নেই।

স্থানীয় কিবরিয়া (৩৫) জানান, ছোটবেলা থেকে দেখে আসছি খাল দুটি পানি সরানোর জন্য ব্যবহৃত হতো। কিন্তু খালগুলো ইজারাদাররা দখল করার কারণে ছয় মাস পানিতে ডুবতে হয়। খুব কষ্ট করে বাড়ি থেকে বাইরে বের হতে হয়। ২টা খেলার মাঠ বছরের বেশির ভাগ সময় পানির নিচে থাকে। ছেলেমেয়েরা খেলাধূলা ভুলতে বসেছে।

ভামিয়া গ্রামের শহিদুল ইসলাম (৫৫) বলেন, ২০-২৫ বছর আগে দেখেছি বৃষ্টি আসলে সাথে সাথে পানি সরে যেত খাল দিয়ে। খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে পানি সরার পথ নেই।

খুকু বিবি (৫০) জানান, জলাবদ্ধতার কারণে পুকুর, নালা ও খালের পানি দূষিত হয়ে বিভিন্ন রকম রোগ চর্মরোগ, এলার্জি, চুলকানি ঘা, পাচড়া ছড়িয়ে পড়েছে।

ভামিয়া গ্রামের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, অপরিকল্পিতভাবে মৎস্য চাষ, সরকারি খাল ইজারা দেওয়ায় ও পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত না করার কারণে ভামিয়া গ্রামে ৬ মাস জলাবদ্ধতা থাকে। বিষয়টি নিয়ে বার বার কর্তৃপক্ষকে বলেও কোনো লাভ হয় না।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি‌। সরকারি সহযোগিতা পেলে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, ইজারা নেওয়া ব্যক্তি পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!